বুধবার ২৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৩ জানুয়ারী ২০২৫ ০৯ : ৫৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক:
বার্সেলোনা ৫ (ইয়ামাল, রাফিনহা ২, লেওয়ানডস্কি, বালদে)
রিয়াল মাদ্রিদ ২ (এমবাপে, রড্রিগো)
গোটা ফুটবলবিশ্ব স্বপ্নেও ভাবেনি এমনটা হতে চলেছে। সুপারকোপা দে এস্পানার ফাইনালে একচ্ছত্র আধিপত্য দেখাল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে পাঁচ গোলের মালা পড়িয়ে সুপারকাপ জিতল বার্সা। গোল করলেন রাফিনহা, রবার্ট লেওয়ানডস্কি, লামিন ইয়ামাল, আলেহান্দ্রো বালদে। রিয়াল মাদ্রিদের হয়ে গোল করলেন কিলিয়ান এমবাপে এবং রড্রিগো। জেড্ডার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটির স্টেডিয়ামে কার্যত একপেশে এল ক্লাসিকোর সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা। এই নিয়ে ১৫ বার এই ট্রফি জিতলেন লামিন ইয়ামালরা।
গত অক্টোবরে লা লিগায় ঘরের মাঠে চার গোলে হারতে হয়েছিল রিয়ালকে। স্প্যানিশ সুপার কাপের ফাইনাল কার্যত প্রতিশোধের ম্যাচ ছিল এমবাপেদের কাছে। শুরুটাও সেভাবেই করেছিলেন তাঁরা। ম্যাচের পাঁচ মিনিটের মাথায় একক দক্ষতায় দলকে এগিয়ে দেন এমবাপে। শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে খেলায় ফেরেন রাফিনহারা। বার্সেলোনার গোলরক্ষক ওজসিয়েক শেজনিকে বেশ কয়েকটি গোল বাঁচাতে হয় এর মাঝে। ম্যাচের ২২ মিনিটে বার্সার হয়ে সমতা ফেরান ১৭ বছরের তারকা লামিন ইয়ামাল। অ্যাসিস্ট করেন লেওয়ানডস্কি। ৩৬ মিনিটে বক্সের ভিতরে ফাউল করেন কামাভিঙ্গা। পেনাল্টি পায় বার্সা। গোল করে দলকে এগিয়ে দেন লেওয়ানডস্কি। খানিক বাদেই ৩৯ মিনিটে গোল করেন রাফিনহা। প্রথমার্ধে ৯ মিনিটের অতিরিক্ত সময় খেলা হয়। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল করেন বালদে। প্রথমার্ধেই খেলা শেষ করে দেন হ্যান্সি ফ্লিকের ছাত্ররা।
দ্বিতীয়ার্ধের শুরুতেও ছবির কোনও বদল হয়নি। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই গোল করেন রাফিনহা। কফিনে শেষ পেরেক পুঁতে দেন। ম্যাচের ৫৬ মিনিটে এমবাপেকে বক্সের বাইরে ফাউল করেন বার্সার গোলরক্ষক শেজনি। লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। দশ জনের বার্সাকে প্রথম ঝাঁকুনি দেন রড্রিগো। ফ্রি কিক থেকে দৃষ্টিনন্দন গোল করেন। কিন্তু আর গোল করতে পারেননি কার্লো আন্সেলোত্তির ছাত্ররা। ম্যাচে তেমন কোনও ছাপ ফেলতে পারেননি ভিনিশিয়াস জুনিয়র এবং জুড বেলিংহ্যামরা। তাঁদের তুলে নিয়ে লুকা মড্রিচ, আর্দা গুলারদের নামানো হলেও ম্যাচের ফলের কোনও পরিবর্তন হয়নি। ম্যাচের সেরা হয়েছেন রাফিনহা।
রবিবারের ফাইনালের আগে ১৪ বার সুপারকোপা জিতেছিল বার্সা। মাদ্রিদ জিতেছিল ১৩ বার। শেষ তিন বছরে দু'টি ফাইনালে রিয়ালকে হারিয়ে সুপারকোপা জিতল বার্সা। এই জয়ের ফলে উজ্জীবিত বার্সার খেলোয়াড়েরা। লি লিগা এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলিতেও তাঁরা এই ফর্ম ধরে রাখতে চান।
নানান খবর
নানান খবর

পহেলগাঁওয়ে জঙ্গিহানা নিয়ে মুখ খুললেন প্রথম পাকিস্তানি ক্রিকেটার, কী বললেন হাফিজ?

পহেলগাঁও ঘটনায় মৃতদের পরিবারের জন্য প্রার্থনা কোহলির, আর করুণা নয়, জঙ্গিদের শাস্তির দাবি সিরাজের

ফের চাঁচাছোলা রায়না, প্রাক্তন দলকে আবার সমালোচনায় বিদ্ধ করলেন

আইপিএলের ম্যাচে থাকবে না চিয়ারলিডার, ফাটবে না আতসবাজি, মুম্বই–হায়দরাবাদ ম্যাচে কেন এই নিয়ম জানুন

হতশ্রী পারফরম্যান্সের পরেও টিম ম্যানেজমেন্ট ভরসা রাখছে ধোনির উপর, কামবাক করতে পারবে চেন্নাই?

'ক্রিকেট খেলে ভুল করেছি', কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

ওয়াংখেড়েতে হবে টি-২০ মুম্বই লিগ, টুর্নামেন্টের মুখ কে?

কেকেআরের ব্যর্থতার কারণ খুঁজে বের করলেন আকাশ চোপড়া, কাঠগড়ায় দাঁড় করালেন তিন নাইটকে

খেতাব হেরে রানার্স আপ ট্রফি নিতে অস্বীকার করলেন সাবালেঙ্কা, আরও একটা পোর্শে হাতছাড়া

কেকেআরের থেকেও বেশি সমালোচিত রাসেল, ক্যারিবিয়ান তারকার পাশে এবার দেশের অন্যতম ম্যাচ উইনার

কলকাতা হারল রে, প্লে অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে রাহানেদের

ইস্টবেঙ্গলে 'আফ্রিকান' ফুটবলার চান মেহতাব, প্রাক্তন লাল-হলুদ ফুটবল সচিবের মনে 'সন্তোষ' আনতে ব্যর্থ মেসি-দিমিরা

কেকেআরে ব্রাত্য গিলই তুললেন ঝড়, রাসেল–নারাইন আর কতদিন খেলবেন কলকাতায়?

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা